চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং নোয়াখালী-ঢাকা রুটের উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন চলাচল আগামী রোববার (২১ জুন) থেকে আবারও বন্ধ থাকবে।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ রেলওয়ের অপারেশন বিভাগ সুত্র এই খবর নিশ্চিত করেছে।
জানা যায়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। বেশ কয়েকদিন থেকে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে লাকসাম পর্যন্ত যাতায়াত করছে। তাছাড়া করোনা আতঙ্কে রেলের যাত্রী চলাচল আগের তুলনাই কমে এসেছে। তাই এ দুটি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
উল্লেখ্য, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গত (৩১ মে) থেকে শুরু হয় ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে চলাচল করছে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য রেলের অর্ধেক টিকেট বিক্রি বন্ধ রাখা হয়েছে।