ঠাকুরগাঁওয়ে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় দবিরুল ইসলাম (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) বিকেলে শহরের সত্যপীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।
নিহত দবিরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
পুলিশ জানায়, বিকেলে কাজ শেষ করে বাইসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন দবিরুল ইসলাম। পথিমধ্যে সত্যপীর ব্রিজ এলাকায় পৌঁছলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন দিক থেকে বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দবিরুল ইসলাম মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দবিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে।