সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু তালুকদার (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় কৃষকের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। ওই কৃষক উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা শামসুদ্দিন তালুকদারের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে কৃষক বাচ্চু তালুকদার নিজ বসতঘরে বৈদ্যুতিক ত্রুটি মেরামত করছিলেন। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।