নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রাণের কার্ড আনতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন এক গৃহবধূ।
বুধবার (১৭ জুন) দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এর আগে, ১৫ জুন রাতে উপজেলার বরাব রসুলপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন ধরেই ত্রাণের কার্ড পাইয়ে দেবার কথা বলে স্থানীয় বাসিন্দা মজিবুর ভুক্তভোগীকে আশ্বাস দিয়ে আসছিলো। গত ১৫ জুন রাতে ভুক্তভোগীকে ত্রাণের কার্ড সংগ্রহ করতে মজিবুর তার বাড়িতে ডেকে নিয়ে আসে। ফাঁকা বাড়িতে এনে ধর্ষণ করে তাকে তাড়িয়ে দেয়।
এ ঘটনার ২ দিন পর বুধবার থানায় এসে মামলা দায়ের করেন ওই গৃহবধূ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বার্তা২৪.কম-কে বলেন, ওই নারী দুপুরে থানায় এসে মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামিকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।