খুলনার চিকিৎসক রাকিব উদ্দিন হত্যার প্রতিবাদে আসামি ধরা পড়া না পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও করোনা হাসপাতাল বাদে সব চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
বুধবার (১৭ জুন) বিকেলে বিএমএ খুলনার নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন।
বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ বলেন, রাইসা ক্লিনিক মালিককে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করেছে রোগীর স্বজনরা। হত্যাকারীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আসামি ধরা না পড়া পর্যন্ত খুলনায় সকল চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খুলনা মেডিকেলের জরুরি বিভাগ ও করোনা হাসপাতাল এ কর্মসূচির বাইরে থাকবে।
এদিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বলেন, ‘চিকিৎসক হত্যার ঘটনায় বুধবার দুপুরে সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন তার ছোট ভাই সাইফুল ইসলাম। এছাড়া গত মঙ্গলবার রাতে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আব্দুর রহিম নামে একজনকে আটক করা হয়েছে।