স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রকীবের হত্যার দ্রুত বিচার দাবি আইইবির

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 13:15:45

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবং বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডা. আব্দুর রকীব খানের হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

বুধবার (১৭ জুন) এক যৌথ বিবৃতিতে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ চিকিৎসক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তীব্র নিন্দা জ্ঞাপন করেন ও দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি দাবি করেন।

বিবৃতিতে তারা বলেন, মহামারি করোনাভাইরাসের সম্মুখ যোদ্ধা হচ্ছেন চিকিৎসকরা। যেখানে চিকিৎসকরা নিজেদের পরিবার এবং জীবনের কথা চিন্তা না করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, সেখানে রোগীর স্বজনদের দ্বারা এই ধরনের হামলার ঘটনা উদ্বেগজনক। এইভাবে একজন চিকিৎসকে হত্যার ঘটনা পেশাজীবী হিসেবে আমরা কোনো ভাবে মেনে নিতে পারি না। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, খুলনায় গত ১৫ জুন চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে রোগীর স্বজনরা ডা. মো. আব্দুর রকীব খানের ওপর বর্বরোচিত হামলা করে। পরে ১৬ জুন শেখ আবু নাসের হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ সম্পর্কিত আরও খবর