নাসিমকে নিয়ে কটূক্তি, সেই শিক্ষিকা বেরোবি থেকে বহিষ্কার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-19 17:58:21

প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ফেসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় শিক্ষিকা সিরাজাম মুনিরা এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন।

বুধবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

বার্তা২৪.কম-কে তিনি জানান, যেহেতু ওই শিক্ষক বর্তমানে একটি মামলায় গ্রেফতার হয়ে আছেন। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে সিরাজাম মুনিরাকে ডাকযোগে চিঠিও পাঠানো হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে একই অভিযোগে গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের নবপ্রজন্ম শিক্ষক পরিষদসহ তিনটি সংগঠন থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন বেরোবির বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা।

প্রসঙ্গত, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ফেসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় গত শনিবার (১৩ জুন) রাতে সিরাজাম মুনিরাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। যার শুনানি পিছিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) ধার্য করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর