করোনায় আক্রান্ত রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মুহাম্মদ ফজলুল হকের পাশে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল। আশিক মাহমুদ মিতুল রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের ছেলে।
গত ১৬ জুন করোনা পজিটিভ আসে সাংবাদিক মুহাম্মদ ফজলুল হকের। সংবাদ পেয়ে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের নির্দেশে নগদ অর্থ, প্রাথমিক চিকিৎসার ওষুধ, চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা, মিষ্টি কুমড়া, লাউ, লবণ, চিনি, ময়দা, লেবু, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাংবাদিক ফজলুল হকের বাসায় পাঠান আশিক মাহমুদ মিতুল।
বুধবার (১৭ জুন) বিকেলে সাংবাদিক ফজলুল হকের বাসায় এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এ সময় কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল আলী মোল্লা, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রিপন, যুবলীগ নেতা মাহমুদুল হাসান সুমন, হাফিজুর রহমান তছির, ছাত্রলীগ নেতা এনামুল হক সেতু, সাগর মণ্ডল, শিহাব উদ্দিন, আশরাফুল ইসলামসহ অন্যান্য যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
করোনায় আক্রান্ত সাংবাদিক ও তার পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন আশিক মাহমুদ মিতুল।