মাদারীপুরের শিবচর উপজেলার এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে গোপনে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের আদু খার কান্দি গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ওই বাড়িতে গিয়ে শিবচর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান বাল্যবিয়েটি বন্ধ করে দেন। পাশাপাশি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীকে বিয়ে দেবেন না মর্মে মা-বাবার কাছ থেকে মুচলেকা নেন তিনি। তবে তিনি ওই বাড়ি যেতে না যেতেই পালিয়ে যান বরযাত্রীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। আমরা প্রশাসন সব সময় তৎপর থাকি এটি বন্ধ করার জন্য।এটি বন্ধে সবার সহযোগিতা প্রয়োজন।