পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-09-01 17:24:47

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগরের ভেরবেরির হাট সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী নাসিম উদ্দিন ভুট্টুর ছেলে।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানান, ভোরে উপজেলার শমসেরনগর সীমান্ত দিয়ে মিজানুরসহ আট/নয়জন ভারতে গরু আনতে যান। এসময় ভারতীয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াংগারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা দেখতে পেয়ে গুলি ছোড়ে। এতে মিজানুরের মাথায় গুলি লাগে। এ অবস্থায় সঙ্গীরা মিজানুরকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরপরই তিনি মারা যান।

তিনি আরো জানান, মিজানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

রংপুর-৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার সুলতান হোসেন জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ পত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রস্তুতি চলছে।

 

এ সম্পর্কিত আরও খবর