বগুড়ায় পাথর বোঝাই ট্রাক থেকে ৫শ ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এসময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।
রোববার (২৮ জুন) দুপুরে র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে র্যাব সদস্যরা মোকামতলা- জয়পুরহাট সড়কে শিবগঞ্জ থানার উথলী রথবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন তল্লাশি করে। এ সময় হিলি সীমান্ত থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকে লুকিয়ে রাখা ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে ট্রাকের চালক রুবেল মন্ডল (৩০) ও হেলপার নুর আলমকে (২৮) আটক করা হয়।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী বার্তা ২৪.কমকে জানান, গ্রেফতারকৃতরা ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের অন্তরালে দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছিল।