সাভারের আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে সদ্য গ্রেফতারকৃত ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ উজ্জ্বলের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী।
রোববার (২৮ জুন) দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় এই ঝাড়ু মিছিল বের করা হয়।
এর আগে গত শুক্রবার (২৬ জুন) রাতে চাঁদাবাজির অভিযোগে শেখ উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ভাদাইল এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ উজ্জ্বল। তার হাত থেকে রক্ষা পায়নি রিকশাওয়ালা, ময়লা ব্যবসায়ী, ফুটপাতের দোকানদারা। ওই এলাকায় বাড়ি নির্মাণ করতে হলেও তাকে মোটা অংকের চাঁদা দিতে হয়। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সবশেষে দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক ময়লা ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গ্রেফতার হয় শেখ উজ্জ্বলকে।
গ্রেফতার শেখ উজ্জ্বলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঝাড়ু মিছিল করে তার শাস্তির দাবি জানান এলাকাবাসী। একই সাথে চাঁদামুক্ত ভাদাইল গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।