কুষ্টিয়ায় এক বিধবার বসতঘর নির্মাণ করে দিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) তানভীর আরাফাত।
বুধবার (১ জুলাই) দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের বিধবা নিঃসন্তান আমিরুন নেছার থাকার এ নির্মাণকৃত ঘরটি ফিতা কেটে উদ্বোধন শেষে তার হাতে ঘরের চাবি তুলে দেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ মোঃ আজাদ রহমান সদর ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতিকুল ইসলাম, হাটশ হরিপুরের ইউনিয়ন চেয়ারম্যান এম শম্পা মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত ২০ মে আম্পান ঝড়ে হাটশহরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের বিধবা নিঃসন্তান আমিরুন নেছার মাথা গোজার ঠাঁই একমাত্র ঘরটি ঝড়ে উড়ে যায়। এরপর থোলা আকাশের নিচে বসবাস করে আসছিলো। এমন সংবাদ জানার পর বিষয়টি নজরে আসে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের। তাৎক্ষণিক অসহায় নিঃসন্তান বিধবার বাড়িতে গিয়ে ত্রাণসহায়তার পাশাপাশি ঘর নির্মাণ করে দেবার জন্য নগদ এক লক্ষ টাকা প্রদান করেন পুলিশ সুপার। আজকে প্রায় একমাস শেষে ঘরটি নির্মাণের পর ফিতা কেটে উদ্বোধন শেষে নিঃসন্তান আমিরুল নেছার হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।
ঘর পেয়ে কেমন লাগল অনুভুতি ব্যক্ত করতে গিয়ে কেঁদে ফেলেন নিঃসন্তান আমিরুন নেছা। তিনি বলেন, আইজকি যদি পুলিশ অফিসার না থাইকতো তালি(তাহলে) কোনদিনই আমার মাথা গোঁজার ঠাঁই পাতাম না।