গুলশান ক্লিনিকে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 03:14:10

রাজধানীর গুলশান ক্লিনিকে চালু করা হয়েছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য আরটিপিসিয়ার (RTPCR) ল্যাব।

শনিবার (৪ জুলাই) প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপক ফারহান রশিদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংকটাপন্ন রোগীদের অগ্রাধিকার দিয়ে ক্লিনিকটিতে স্বল্প সময়ে রিপোর্ট প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের করোনাভাইরাস পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সেবা প্রদান করবে এবং রোগীর অফিস বা বাসা থেকেও নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ক্লিনিকটিতে চালু রয়েছে টেলিমেডিসিন সেবা।

গুলশান ক্লিনিক

 

এই সম্পূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যেই অভিজ্ঞ ও উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গুলশান ক্লিনিক এক যুগেরও বেশি সময় ধরে স্বনামের সাথে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। ক্লিনিকটি ইউনিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান।

এ সম্পর্কিত আরও খবর