কুমিল্লায় আরো ৬১ জন করোনায় আক্রান্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-11 02:55:31

কুমিল্লায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবার (৭ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮৬ জনে দাঁড়িয়েছে।

এদিকে, প্রাণঘাতী করোনার ছোবলে জেলায় নতুন করে ৩ জন মারা গেছেন। এদের মধ্যে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় হোমনার ১, কুমিল্লা নগরীতে ১, নাঙ্গলকোটের ১জন। সব মিলিয়ে করোনায় জেলায় মোট ১১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া করোনা জয় করে জেলায় নতুন করে ১০৪ জন সুস্থ হয়েছেন। সর্বমোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন। নতুন সুস্থদের মধ্যে কুমিল্লা নগরীর ৪৪, চান্দিনার ৪, মনোহরগঞ্জে ১৩, দেবিদ্বারে ২৫, নাঙ্গলকোটে ১৩ ও মুরাদনগরের ৫ জন রয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৬৮৮ জনের। আর নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৬৩টি। এর মধ্যে ৪ হাজার ৮৬ জনের করোনা পজিটিভ এসেছে।

এ সম্পর্কিত আরও খবর