করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুইপুত্র, দুইকন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লোকমান হোসেন মৃধা গত ২৩ জুন করোনার উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ছিলেন। পরে করোনা রিপোর্টে পজিটিভ আসে। এরপর থেকে তিনি করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই সে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। লোকমান হোসেন মৃধার মৃত্যুতে ফরিদপুর শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
লোকমান হোসেন মৃধার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-২ আসনের এমপি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জেলা প্রশাসক অতুল সরকার প্রমুখ।