ট্যানারি মালিকদের সহজ শর্তে ঋণ দেবে সরকার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-26 02:51:27

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, কাঁচা চামড়া বাজারজাত করার জন্য ২০ লাখ টন লবণ মজুদ রেখেছে সরকার। দেশে লবণের কোনো ঘাটতি নেই। একইসাথে ট্যানারি মালিকদের সহজ শর্তে ঋণ দেবে সরকার।

শুক্রবার (১০ জুলাই) ঢাকার ধামরাইয়ের কুল্লা এলাকায় স্থানীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের জন্য স্বাস্থ্যবিধি মেনে সকল কারখানাগুলো খোলা রেখেছেন প্রধানমন্ত্রী। যাতে করে অর্থনীতির ক্ষতিগ্রস্ত না হয়। এই মহামারির মাঝেও অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে সরকার।

কামাল আহমেদ মজুমদার বলেন, দেশে কোনো চামড়া নষ্ট হচ্ছে না। বিমান চলাচল বন্ধ থাকলেও কার্গো বিমানে করে লেদার রফতানি করা হচ্ছে। ট্যানারি কারখানাগুলোতে এখনও কোন সমস্য দেখা যায় নি।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের অনেক দেশেই অর্থনৈতিক মন্দা চলছে। তবে বাংলাদেশ সরকার বিভিন্ন সেক্টরে প্রণোদনা দিয়ে টিকিয়ে রেখেছেন।

এ সম্পর্কিত আরও খবর