পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি সংকট, বাড়ছে ভোগান্তি

, জাতীয়

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-25 17:56:25

ফেরি সংকটের কারণে পাটুরিয়া ঘাট এলাকায় প্রতিনিয়তই ভোগান্তি বাড়ছে। নদী পথ পারাপারের জন্য ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

বুধবার (১৫ জুলাই) সকাল পৌনে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ রয়েছে সাড়ে ৩শ যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই ৩শ।

সিরিয়াল অনুযায়ী এসব ট্রাক চালকদেরকে ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে ৮ থেকে ১০ ঘণ্টা। আর ঘণ্টা খানেকের মতো অপেক্ষার পর ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে যাত্রীবাহী বাস। তবে ছোট গাড়ি চালকদের নৌপথ পারাপারে নেই কোনো ভোগান্তি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরিগুলো বেশ পুরাতন। নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচলে সময় লাগছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। আবার ফেরিরও সংকট রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট বড় মিলে ১৬টি ফেরি থাকলেও এখন চলাচল করছে মাত্র ১২টি। বাকিগুলো মেরামত কারখানায় রয়েছে। যে কারণে প্রতিনিয়তই ভোগান্তি বাড়ছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর