গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে। আর নতুন ৮ জন শনাক্তসহ মোট আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। এতে দেখা যায় মোট আক্রান্তের অর্ধেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলায় মোট সুস্থ ২৪০ জনের মধ্যে গোবিন্দগঞ্জে ১০৪ জন, সদরে ৩৯ জন, পলাশবাড়ীতে ২৫ জন, সাদুল্লাপুরে ২৮ জন, সুন্দরগঞ্জে ১৭ জন, সাঘাটায় ১৭ জন ও ফুলছড়ি উপজেলায় ১০ জন রয়েছে। এছাড়া প্রাণহানি হয়েছে ১০ জনের। চিকিৎসাধীন রোগী রয়েছে ২৩৯ জন।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বার্তা২৪.কম-কে জানান, কোভিড-১৯ বিস্তার মোকাবিলায় ইতিমধ্যে বেশি সংক্রমিত এলাকাগুলো লকডাউনে রাখা হয়েছে।