প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মসজিদের ইমাম গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-31 06:52:23

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, রাষ্ট্র বিরোধী প্রচার ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়ায় মাওলানা আব্দুর রহমান দিদারী নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(১৮ জুলাই) বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাওলানা আব্দুর রহমান দিদারী বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ধুন্দার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। কট্টর মৌলবাদী আব্দুর রহমান শেরপুর উপজেলা কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি জামে মসজিদের পেশ ইমাম। মসজিদে ইমামতি ও ওয়াজ মাহফিল করাই তার পেশা। তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন কট্টর সমর্থক।

মাওলানা আব্দুর রহমান বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করে আসছিলেন। বিভিন্ন মসজিদ ও ইসলামী জলসায় সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের পাশাপাশি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন আপত্তিকর ও মানহানিকর পোস্ট করে।

এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু শেরপুর থানায় অভিযোগ দেয়। পরে শুক্রবার গভীর রাতে মাওলানা আব্দুর রহমান দিদারীকে বাগড়া কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মূলত মাওলানা সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় ক্ষোভ থেকে তিনি এসব স্ট্যাটাসগুলো দিয়েছিলেন বলে পুলিশ জানায়।

এ সম্পর্কিত আরও খবর