রাজধানীর গরুর হাটে ৭০ লাখ জাল টাকা, আরো ১ কোটি ছড়ানোর চেষ্টা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 16:07:02

আসন্ন ঈদুল আযহাতে রাজধানীর গবাদি পশুর হাটে এক কোটি জাল টাকা ছড়ানোর চেষ্টা করেছিল জাল টাকা প্রতারক চক্র। সেটা ব্যর্থ হলেও গত সাত দিনে ৭০ লাখ জাল টাকা ছড়াতে পেরেছে তারা।

সোমবার (২০ জুলাই) রাজধানীর বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে এক কোটি জাল টাকা ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব। র‍্যাব-২ এর উপ অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন এসব তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক লাখ টাকার জাল নোট তারা বিক্রি করেছে ১৮ থেকে ২০ হাজার টাকায়। ঈদুল আযহায়, বিশেষত গবাদি পশুর হাটে, জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

র‍্যাবের এই মেজর বলেন, গত সাত দিনে চক্রটি ৭০ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে। আগামী সাত দিনে আরো এক কোটি ছাড়তে চেয়েছিল।

র‍্যাব জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকার চাহিদা বেড়েছে। এজন্য টাকা তৈরিও বেড়েছে। দিনরাত এখন টাকা ছাপানোর কাজ চলছিল। চক্রের নিজস্ব কিছু পাইকারি জাল কারবারি আছে। যারা মাঠ পর্যায়ে সহজেই এসব টাকা বাজারে বিক্রি করতে পারে।'

অভিযানে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রিফাত ও পলাশ।

 

এ সম্পর্কিত আরও খবর