পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-11 08:27:23

পদ্মা নদীতে তীব্র স্রোত আর ফেরি সংকটের কারণে ভোগান্তি বাড়ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। গেলো কয়েকদিনের তুলনায় ঘাট এলাকায় যানবাহনের চাপ কিছুটা কমেছে। তবে ফেরিঘাটের পাটুরিয়া ঘাট এলাকায় এখনো রয়েছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পারাপারের জন্য পাটুরিয়া ঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষমাণ রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি’র বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে। তবে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে মেরামতে রয়েছে ছোট বড় মিলে তিনটি ফেরি। বাকী ফেরিগুলো দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোত আর ফেরি সংকটের কারণে ঘাটে আগত যাত্রী ও যানবাহন শ্রমিকদের ভোগান্তি হচ্ছে। তবে সন্ধ্যা নাগাদের মধ্যে পাটুরিয়া ফেরিঘাটের পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর