পীরগাছায় দুর্ঘটনায় মৃত্যু, গতিরোধকের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর) | 2023-08-30 23:28:23

রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় মহিজুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় চৌধুরাণী-সুন্দরগঞ্জ সড়ক ৩ ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা সড়কে গাছের গুড়ি ফেলে গতিরোধক নির্মাণের দাবিতে সড়কটি অবরোধ করে। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।

নিহত মহিজুল ইসলাম উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মনিরাম গ্রামের চাঁন মিয়ার ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার চৌধুরাণী-সুন্দরগঞ্জ সড়কের মুচির বাজার নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় চৌধুরাণীগামী একটি মোটরসাইকেল মহিজুলকে ধাক্কা দেয়। এতে মহিজুল ইসলাম ও মোটরসাইকেলের চালক গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মহিদুল ইসলাম মারা যান।

মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপুর ২টার দিকে মুচির বাজারে গতিরোধক নির্মাণের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে। এ সময় সড়কের উভয় পাশে আটকা পড়ে প্রায় শতাধিক যানবাহন। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম খানের আশ্বাসের প্রেক্ষিতে ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর