নীলফামারীতে চিকিৎসক-নার্সসহ ৪ জন করোনায় আক্রান্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-26 05:03:00

নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসক ও একজন সিনিয়র স্টাফ নার্সসহ মোট ৪ জন করোনা আক্রান্ত হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত ৯টায় জেলা সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, জেলায় নতুন করে ৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

তারা হলেন, নীলফামারী জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এনামুল হক ও সিনিয়র স্টাফ নার্স মোছা. বিভা, উত্তরা ইপিজেডের এভারগ্রীন বিডি লিমিটেড কোম্পানির ১ জন এবং কিশোরগঞ্জ উপজেলায় ১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৬২৫ জন, মারা গেছে ৯ জন, সুস্থ হয়েছে ৫৩০ জন।

এ সম্পর্কিত আরও খবর