বগুড়ায় পুলিশের সোর্সের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা রোকনুজ্জামান রনি (৩৩) মারা গেছেন।
রোববার (২৬জুলাই) দিবাগত রাত দুইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে।
জানা গেছে, গত ১৮ জুলাই সন্ধ্যার আগে পুলিশের সোর্স সোবাহান তার সহযোগীদের সাথে নিয়ে রনির বাড়ির সামনে এসে ফোনে ডেকে নেয়। এরপর বাড়ির সামনেই রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় রনির ভাগিনা রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত কর হয়। এরপর রক্তাক্ত অবস্থায় দুজনকেই মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রনির বড় বোন শারমিন আকতার রুমা জানান, গত রমজান মাসে তাদের বাড়িতে শহরের বাদুড়তলা থেকে ছেলের দুই বন্ধু বেড়াতে আসে। পাড়ায় আড্ডা দেয়া নিয়ে মালগ্রামের নোমান ও রাকিবের সাথে তাদের ঝগড়া হয়। এ নিয়ে সমঝোতা বৈঠকও হয় এলাকায়। কিন্তু পুলিশের সোর্স সোবাহান তার মতো করে বিচার করতে চান। কিন্তু রনি সাড়া না দেয়ায় সোবাহান তার উপর ক্ষুব্ধ হয়ে উঠে ১৮ জুলাই রনি ও তার ভাগিনাকে বাড়ি থেকে ডেকে বের করে উপুর্যপরি ছুরিকাঘাত করে।
এ ঘটনায় রনির বড় বোন শারমিন আকতার রুমা পরদিন ১৯ জুলাই বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ রাকিব নামের একজনকে গ্রেফতার করে।
বগুড়া সদর সার্কেলের সনাতন চক্রবর্তী বার্তা ২৪.কম’কে বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। রোববার রাতে জেলার বাহিরেও পুলিশ অভিযান চালিয়েছে।