আশুলিয়ায় নৌকা ডুবে মা ও শিশুর মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-28 04:23:07

সাভারের আশুলিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবির ঘটনায় শিশু সন্তানসহ আছিয়া বেগম (২৬) নামের এক মা নিহত হয়েছেন। 

বুধবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আছিয়া স্থানীয় রাজমিস্ত্রী আব্দুর রাজ্জাকের স্ত্রী ও তার ৪ বছরের শিশু সন্তান। এ সময় তার ৫ বছরের অপর শিশু সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তাদের নাম জানা যায় নি।

স্থানীয়রা জানান, বন্যার পানি বাড়তে থাকায় রাস্তা ঘাট সব পানির নিচে তলিয়ে গেছে। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার জন্য ডিঙি নৌকা ব্যবহার করতে হয়। আছিয়াও তার দুই শিশু সন্তানকে নিয়ে ডিঙি নৌকা যোগে পাশের একটি বাড়িতে যাচ্ছিলো। এসময় নৌকাটি ডুবে গিয়ে তারাও পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের মধ্যে ৫ বছরের সন্তানকে জীবিত উদ্ধার করা গেলেও আছিয়া ও তার অপর শিশু সন্তান মারা যান।

স্থানীয় ইউপি মেম্বার আবদুল কুদ্দুস ঘটনাটি নিশ্চিত করে জানান, নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বিষয়টি থানায় অবহিত করে দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর