ডিএসসিসির বাজেট ৬১১৯ কোটি টাকা

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 06:13:26

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জন্য ২০২০-২০২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেন। ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ছিল ৩ হাজার ৬৩১ কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ২ হাজার ৫৮৫ কোটি ৩১ লাখ টাকা।

নতুন অর্থবছরের মোট রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯ কোটি ২ লাখ টাকা, অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে ৭ কোটি ৭০ লাখ টাকা, সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ৪ হাজার ৯১৬ কোটি ৫৭ লাখ টাকা।

নতুন অর্থবছরের ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় ৪৫৭ কোটি ২৩ লাখ টাকা, যা ২০১৯-২০২০ অর্থবছরের ছিল ৬২৯ কোটি ৩৭ লাখ টাকা। যদিও সংশোধিত বাজেটে তা দাঁড়িয়েছে ৪০৩ কোটি ২০ হাজার টাকা। নতুন অর্থবছরের অন্যান্য ব্যয় ২ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ৫ হাজার ৫০৫ কোটি ৮৪ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক।

এ সম্পর্কিত আরও খবর