ঈদে নৌকা ভ্রমণে গিয়ে ২ শিক্ষার্থীর মৃত্যু, জীবিত উদ্ধার ৩

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-29 22:07:56

কোরবানির ঈদ উপলক্ষে নৌকা ভ্রমণে গিয়ে ঢাকার ধামরাইয়ে বন্যার পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী ডুবে গেলেও তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা।

এর আগে শনিবার (১ আগস্ট) দুপুরে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বংশী নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলো- ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারচাপ গ্রামের শিফা (১২) ও মীম (১২)। তারা দুইজনই স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জীবিত অবস্থায় উদ্ধার হওয়া তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দুপুরে ঈদের আনন্দ উপভোগ করতে ওই এলাকায় মৃত দুইজনসহ মোট পাঁচ শিক্ষার্থী বন্যার পানিতে নৌকা ভ্রমণে যায়। এ সময় নৌকাটি উল্টে গেলে সাঁতার না জানায় সবাই পানিতে ডুবে যায়। খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিফা ও মীমকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর