ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাল্য বিয়ে দেয়ার দায়ে কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) বিকেলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. নাজিমুল হায়দার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পড়ে রাস্তায় চলাচল করার অপরাধে আরো ৭ ব্যক্তিকে ১৪শ টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. নাজিমুল হায়দার জানান, উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামের এক প্রবাসীর স্ত্রী তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাল্য বিয়ে দেন। এই অপরাধে বাল্য বিয়ে নিরোধ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি অমান্য করে মুখে মাস্ক না পড়ে রাস্তায় চলাফেরা করার অপরাধে ৭ জনকে ১৪শ টাকা জরিমানা করা হয়।