তীব্র গরমে শ্রাবণের এক পশলা বৃষ্টি

, জাতীয়

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-09-01 10:48:36

বর্ষা মৌসুমেও রাজবাড়ীর প্রকৃতিতে যেন গত কয়েকদিন ধরে বইছিল গ্রীষ্মের তাপদাহ। শ্রাবণের শেষ দিকেও প্রকৃতিতে বর্ষার রূপ দেখা যায়নি। মূলত শ্রাবণের মেঘগুলো জড়ো হয়নি আকাশে। যার কারণে অঝোরে নামেনি বৃষ্টি।

ফলে তীব্র গরমে অতিষ্ঠ হয়েছিল এখানকার জনজীবন। বর্ষা মৌসুমে এমন তাপ যেন প্রকৃতির উপর অবিচার করার প্রতিশোধের আগুন।

বৃষ্টি নামার আগ মুহূর্তে।

তবে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকেই হঠাৎ করে পূর্ব দিগন্তে কালো মেঘের দেখা মেলে। সেই মেঘ বৃষ্টি হয়ে নেমে আসে। তীব্র গরমের মধ্যে শ্রাবণের এক পশলা বৃষ্টি যেন শান্তি এনে দেয় গোটা রাজবাড়ীবাসীকে।

ভাবুক মনে তখন উদয় হয়- এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে নাতো মন, কাছে যাবো কবে পাবো, ওগো তোমার নিমন্ত্রণ…

এ সম্পর্কিত আরও খবর