আহত বিএনপির নেতাকর্মীদের চিকিৎসা দিচ্ছে ড্যাব ও জেডআরএফ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-09 05:42:44

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত দলের নেতাকর্মীদের চিকিৎসা দিচ্ছে ডক্টরস অ্যাসোসিয়েশনঅব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন হাসপাতালে বিএনপির প্রায় শতাধিক আহত নেতাকর্মীকে চিকিৎসা দিয়েছে কেন্দ্রীয় ড্যাব ও ঢাকা মহানগর উত্তর ড্যাব।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ সালাম আহত নেতাকর্মীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম নিজেই প্রথমে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ থেকে দলীয় আহত নেতাকর্মীদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক হাসপাতাল, প্রেসক্রিপশন পয়েন্টসহ কয়েকটি চিকিৎসা কেন্দ্রে ড্যাব ও জেডআরএফের তত্ত্বাবধানে আহত নেতাকর্মীদের চিকিৎসা দেওয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার তাৎক্ষণিকভাবে ইউনাইটেড হাসপাতালে বিএনপির আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেডআরএফের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও যুগ্ম মহাসচিব ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ্, ড্যাবের সদস্য ডা. গালিব হাসান প্রীতম, ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।

ঢাকা উত্তর ড্যাবের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম জানান, বিএনপির নেতাকর্মীদের ওপর বর্বর নিপীড়ন চালানো হয়েছে। অনেকের শরীরে রাবার বুলেট বিদ্ধ হয়েছে। বেশ কয়েকজনের মাথা ফেটে গেছে। আহতদের মধ্যে ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক মারাত্মক আহত হয়েছেন বলে ডা. শামীম জানান।

তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য যা করা দরকার জেডআরএফ ও ড্যাব করছে এবং করবে।

এ সম্পর্কিত আরও খবর