বিএনপির যেকোনও আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম আরও বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে ক্ষমতায় এসেছে।
অনুষ্ঠানে এসময় ঢাকা-২ আসনের সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।