জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
শনিবার (১৩ আগস্ট) বিকেলে বনানী অফিস থেকে উত্তরায় বাসায় ফেরার পথে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে একটি দ্রুতগামী বাস তার গাড়িকে ডান পাশ থেকে ধাক্কা দেয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি সদস্য আবু সাঈদ স্বপন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, দুর্ঘটনায় জাপা চেয়ারম্যান বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। বর্তমানে বাসায় ব্যক্তিগত চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন। খিলক্ষেত থানা পুলিশ চালকসহ বাসটি আটক করেছে।
চেয়ারম্যানের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা ও বেপরোয়া বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। সেই পোস্টে এসে কেউ কেউ তদন্ত ও কোন ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখার দাবি জানাচ্ছেন।
জাপার দফতর সম্পাদক-১ এম এ রাজ্জাক খান বার্তা২৪.কম-কে বলেছেন, দুর্ঘটনা বড় ধরনের নয়। গাড়ি সামান্য ঘষা খেয়েছে। চেয়ারম্যান নিরাপদে রয়েছেন, তার কিছু হয়নি।