রাজনীতিতে ভালো মানুষ আসতে চায় না: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 12:02:48

এ দেশের উন্নয়নকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি আরও বলেন, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে।

রোববার (০৮ জানুয়ারি) জাতীয় পার্টির (জেপি) ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ৭৫ এর হত্যাকাণ্ড বিশ্ব ইতিহাসে বিরল, ৪ নেতার হত্যার মাধ্যমে রাজনৈতিক দেয়াল তৈরি হওয়া শুরু হলো, রাজনীতিতে সেতু নির্মাণ করতে ব্যর্থ, গণতন্ত্রকে বাঁচাতে শক্তিশালী বিরোধীদল প্রয়োজন।

ওবায়দুল কাদের বলেন, নষ্ট রাজনৈতিকরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে, রাজনীতিতে ভালো মানুষেরা নেই, আমরা রাজনীতিকে আকর্ষণীয় করতে পারিনি, ছাত্র রাজনীতির সুনামের ধারা হারিয়ে গেছে, খারাপ লোকদের হাতে রাজনীতি থাকলে দেশটি খারাপ হয়ে যাবে। ভালো, সৎ ও মেধাবীদের রাজনৈতিক আনতে হবে, না হয় রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে। বিজয়কে সুসংহত করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হবে।

এসময় অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, বিএনপি অপরাজনৈতিক করা দল, তারা রাজনৈতিক বেয়াদব, তারা কিভাবে রাষ্ট্রকে মেরামত করবে, তাদেরকে মেরামত করতে হবে।

দীলিপ বড়ুয়া বলেন, বিএনপি অরাজনৈতিক ধারাকে অনুসরণ করে।

রাশেদ খান মেনন বলেন, সংবিধানকে আবারও বিএনপি ক্ষতবিক্ষত করতে চায়।

বঙ্গবীর কাদের বলেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনায় থাকবে।

আমির হোসেন আমু বলেন, বিএনপি বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিলুপ্ত করে বিএনপি আবার দেশকে পাকিস্তান বানাতে চায়।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, রাজনীতিতে ষড়যন্ত্র ছিলো থাকবে তবুও মানুষের কল্যাণের কথা বলতে হবে, অন্যদলের ষড়যন্ত্রকারীদের পাশাপাশি নিজ দলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর