‘বিদেশিরা নয়, দেশের জনগণই নির্ধারণ করবে কারা ক্ষমতায় থাকবে’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 15:56:37

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নির্বাচনের আগে অনেকেই নমিনেশন চাইতে পারে, তবে শেষ পর্যন্ত যিনি পাবেন তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে।

তিনি বলেন, বিদেশিরা কি বলল সেটা বিষয় না, এ দেশের জনগণই নির্ধারণ করবে কারা ক্ষমতায় থাকবে। বিভিন্ন দেশ একটি সুষ্ঠু স্বচ্ছ ভোটের কথা বলেছে, আওয়ামী লীগও তাই চায়।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত কার্যকরী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে। সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা ।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ড লীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি অরাজকতার পায়তারা করলেও বাংলাদেশের মানুষ তা মেনে নিবে না। শেখ হাসিনার প্রতি দেশের মানুষের আস্থা আছে ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি ও সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

এ সম্পর্কিত আরও খবর