বিএনপি মাঠ থেকে পালাবে না: মির্জা আব্বাস

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:10:25

প্রচারণায় হামলার শিকার ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘হামলা করলে করতে পারে, আমরা বীরের মতো বুকে পেতে নেবো। বিএনপি নেতা-কর্মীরা নির্বাচনী মাঠ থেকে পলায়নপর হবে না, পালানোর কোনো সুযোগ নাই।’

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মির্জা আব্বাসের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরের নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘একদিকে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, আরেক দিকে পুলিশি অত্যাচার। কোনটা সহ্য করে নির্বাচন করবো? আমাদের রাস্তাটা কী? সরকারের কাছে জানতে চাই, কী করলে আপনারা খুশি হন, এই কথাটা দয়া করে প্রকাশ্যে ঘোষণা দেন।

‘বিএনপিকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করছেন। কিন্তু বিএনপি নির্বাচন থেকে সরবে না। জনগণ ভোট দিতে যাবে, সে ভোটের প্রতিফলন বিএনপি এবং ঐক্যফ্রন্টের পক্ষে আসবে।’

হামলার বর্ণনায় তিনি বলেন, ‘সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটি থেকে প্রচারণা শুরু করি। পরে সেগুনবাগিচার কাচা বাজারে যাই। এরপর বাজার থেকে বের হয়ে সেখানে দেখলাম একদল ছেলে হিংস্র মারমুখী মনোভাব নিয়ে আমার ছেলেদের রড, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে বেধড়ক পেটাচ্ছে। তারা যখন দেখলো আমি বের হয়েছি তখন তারা আমাকেও আঘাত করার চেষ্টা করে।’

তিনি বলেন, ‘নির্বাচনে আসছি, সহিংস কোনো আন্দোলনে যাইনি। এর মধ্যে এ ধরনের আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না। যেভাবে আমাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে, আমার ছেলেরা যদি রক্ষা না করতো তাহলে এখন হয়তো কথাও বলতে পারতাম না।’

বিএনপির এই নেতা বলেন, ‘এ ঘটনার পরও চেষ্টা করবো আমার এলাকার লোকজনের কাছে পৌঁছানোর জন্য, এরপরও যদি না পারি তাহলে এটা হবে আমার অপারগতা। শারীরিক নিরাপত্তার কারণের হয়তো আমি পৌঁছাতে পারবো না। গোডাউনে পোস্টার লিফলেট পড়ে আছে, পোস্টার লাগাতে গেলেই ছেলেদের গ্রেফতার করছে।’

প্রচারণায় যাওয়ার আগে রমনা ও শাহবাগ থানায় জানিয়েছেন। তবে রমনা থানা তাদের আবেদন গ্রহণেই করেনি এবং রাস্তায় কোনো পুলিশ ছিল না বলেও তিনি জানান। হামলায় তার দলের ৬০ জনের মতো আহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর