আমরা এখনও নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছি: জিএম কাদের

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-11-04 14:32:38

আমরা এখনও নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছি। পার্টির যারা নির্বাচন করতে চান ঘোষণা না দেওয়া পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

শনিবার (৪ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি রচিত ‘বাংলাদেশে গণতন্ত্র সোনার পাথরবাটি’ দ্বিতীয় খণ্ড ও MISERIES OF MISCONCEIVED DEMOCRACY Volume-2 বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

তিনি আরও বলেন, আমরা এখনও জানি না দেশের পরিস্থিতি কি হবে। তবে সময় এলে সিদ্ধান্ত নেবো, নির্বাচনে অংশ নেবো কিনা। দেশের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। যতক্ষণ ঘোষণা না দিয়েছি, ততক্ষণ নির্বাচন প্রক্রিয়ায় আছি। নেতাকর্মী প্রস্তুত থাকতে হবে।

জিএম কাদের বলেন, সরকার প্রধান হবেন কেয়ারটেকারের মতো, ভালো না লাগলে সমালোচনা করা যাবে। দেশের মালিক জনগণের হাতে থাকবে পরিবর্তনের ক্ষমতা, সমালোচনা করার অধিকারকে ভুলন্ঠিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী আমাদের জন্য কাজ করছেন, ওনি ভুল করলে আমরা বলতে পারবো না! আমার কথা ভুল হলে আপনি নাকচ করে দেবেন। কিন্তু প্রশ্ন করার অধিকার দিতে হবে। বাংলাদেশে এই অধিকার নেই।

তিনি বলেন, প্রতিটি মানুষ আসা করে সুশাসন। সুশাসন মানে হচ্ছে আইনের শাসন, সবার জন্য আইন সমান হবে। আর হবে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা।জনগণ যাকে ক্ষমতা দেবে, তার জবাবদিহি থাকতে হবে। গণতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব না। একজনের হাতে সর্বোচ্চ ক্ষমতা মানে হচ্ছে আর গণতন্ত্র থাকলো না। স্বৈরতন্ত্র কোনদিন সুশাসন দিতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে। বর্তমান সরকারের কৃত্রিমভাবে বৈষম্যের সৃষ্টি করছে। যা করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে সরকার।

বলা হয় স্থিতিশীল সরকার, যেখানে একনায়ক সরকার থাকে সেখানে এসব কথা বলা হয়। এমন একটি সিস্টেম চালু করতে পারি, যেখানে সরকার প্রধান পরিবর্তন হলেও কোন ধরনের প্রভাব না হবে, সেটাই হবে স্থিতিশীল সরকার। বেশিদিন এক সরকার থাকলে অস্থিতিশীলতার বীজ আর বেশি বিস্তৃত হয়। অস্থিতিশীলতার বীজ আমরা শরীরে বহন করে চলছি। এতে বিদেশি বিনিয়োগকারী আসবে না। ভারত রয়েছে, জাপান, কোরিয়া, সরকার পরিবর্তন হলে অর্থনীতিতে কোন প্রভাব দেখা যায় না।

বই প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, চিন্তা ধারার থেকে যা মাথায় এসেছে তাই লিখেছি। সত্যমিথ্যা যাচাই করার ভার পাঠকের।প্রথমে ইঞ্জিনিয়ার হিসেবে দেশের জন্য কাজ করতে চেয়েছি। দেশ জাতির কল্যাণে কাজ করতে গেলে রাজনীতি উপযুক্ত জায়গা, এখানে সাধারণ জনগণের জন্য অনেক কাজ করার আছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটে কোন আয় নেই, এটির নাকি ব্যবহারকারি পাওয়া যাচ্ছে না। আরেকটি করা হচ্ছে কেনো। আমি সৈয়দপুরে মাসে একবার যাওয়ার জন্য প্লেন কিনবো! সম্ভাব্যতা যাচাই বলতে একটা শব্দ রয়েছে, এতে কি বুঝা যায় সম্ভাব্যতা হচ্ছে। দুর্নীতির সম্ভাব্যতা যাচাই করে হচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি লেখক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, জাতীয় পার্টি নিয়ে নানান আলোচনা হয়, মানি আর না মানি, আওয়ামী লীগ বিএনপি প্রধান দুই শক্তি। জাতীয় পার্টি নিয়ে টানাটানি চলছে।

তিনি বলেন, আমি লিখেছিলাম বাংলাদেশের রাজনীতি সুবচন নির্বাসনে। আমি মনে করি অল্প কিছু ভদ্রলোক রয়েছে তার মধ্যে জিএম কাদের এক নম্বর। ওনি কথা ও কাজে প্রকৃত ভদ্রলোক, অনেকে আমার সঙ্গে একমত হন। আরও কেউ কেউ আছে, তাদেরকে দুই, তিন এভাবে সাজাতে চাই। বইটা ঘাটতে গিয়ে কবিতা আবিষ্কার করেছি, আমি জানতামনা ওনি কবিতা লেখেন। বাঙালি মানেই কবিতা, ছাত্র জীবন দুএক লাইন লেখার চেষ্টা করেনি। এমন লোক বিরল।

কবিতা রাজনীতি হাত ধরাধরি করে চললে, একমাত্র ভদ্রলোকের পক্ষে সম্ভব। আমি আশা করবো জিএম কাদের কাব্যচর্চা ধরে রাখুক। মানুষ যেনো ৫০ বছর পরেও বলতে পারে বাংলাদেশের রাজনীতিতে একজন ভদ্রলোক ছিল।

জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেন, গত দুই বছরে ওনার কাছাকাছি থেকে আমরা বক্তৃতায় হাছামিছা মিলায়ে বলি। ওনি কথা বলেন, তথ্যবহুল এবং বাস্তবতার নিরিখে। রাজনীতিবিদদের সমালোচনা করা হয়, ভালোটা কে, শিক্ষক সমিতির নামে কি হচ্ছে। মূল্যবোধের অবক্ষয় সব জায়গায় হয়েছে। আসেন সবাই ভালো হয়ে যাই।

বই নিয়ে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোকাম্মেল এইচ ভূইয়া। তিনি বলেন, ওনার বই পড়তে গিয়ে ওনার সততার জায়গা আমি মুগ্ধ। চিন্তা ভাবনায় সৎ না হলে এভাবে লেখা সম্ভব হতো না। অনেক ভাবে কঠিন সত্যকথা তুলে এনেছেন। তার ইংরেজি বইটির নামকরণেও নতুনত্ব রয়েছে, ভাবানুবাদ করলে দাঁড়ায় "দৈন্যগ্রস্ত গণতন্ত্র।" ওনি এমন ব্যক্তিত্ব যাকে সামনে রেখে স্বপ্ন দেখা যায়।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, বাংলাদেশ একটি সংকটময় সময় পার করছে। জিএম কাদের একটি সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।

সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু বলেন, জিএম কাদের একজন নিরেট ভদ্রলোক। ওনি যখন মন্ত্রী ছিলেন তখনও প্রমান দিয়েছেন। বক্তৃতাতেও যা বলেন লিখেছেন বিশ্বাস ও তাই করেন এটা তার সৌন্দর্য। প্রকাশক আবুল বাসার বলেন, বাংলাদেশে গণতন্ত্র সোনার পাথরবাটি বইটির মূল বিষয়বস্তু হচ্ছে ২০১৩-২৩ সাল পর্যন্ত তার বক্তব্য ও লেখার সংকলন। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে যে সব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তারই সংকলন।

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপির সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

এ সম্পর্কিত আরও খবর