দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেখানে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সংবাদ সম্মেলনের কথা জানােনো হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।