মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগের অন্যতম নেতা অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী একটা সময় ছিলেন চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য (এমপি)। এবার প্রয়াত পিতার সেই আসনে সংসদ সদস্য হতে চান তাঁরই পুত্র চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী। সেজন্য বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের এই সাধারণ সম্পাদক।
রোববার (১৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের কাছে পদত্যাগপত্র দেন চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে অংশ নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলীয় মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে শনিবার (১৮ নভেম্বর) তিনি মনোনয়নপত্র কিনেন।
উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। সেটি গ্রহণ করার পর কার্যকর হবে।
ফেসবুকে পোস্ট দিয়ে চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত শিরোধার্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসেবে আমিও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।