আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনের মনোনিত জাতীয় পার্টির প্রার্থী মো. শাহাজাহান বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১টা নাগাদ তিনি সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। মনোনয়নপত্র সংগ্রহ করে পূরণ করে আজই জমা দিবেন তিনি।
এদিকে নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে মনোনয়ন বিক্রি কার্যক্রম। রোববার পর্যন্ত ঢাকায় ১১৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিল।
তবে সোমবার বেলা ১২ টা পর্যন্ত জমা মনোয়নপত্র জমা না পরলেও ১২টা ৪০ মিনিট নাগাদ মনোয়ন পত্র জমা দিতে সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন ঢাকা-৬ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী।
এরপর দুপুর ১টা নাগাদ ঢাকা-১০ আসনের মনোনিত জাতীয় পার্টির প্রার্থী মো. শাহাজাহান মনোনয়ন জমা দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন।