‘নির্বাচন আয়োজনে ৪-৬ মাসের বেশি লাগার কথা নয়’

  • ডেস্ক রিপোর্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেন

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেন

আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যে ‘বিভ্রান্তি’ দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা। চার থেকে ছয় মাসের বেশি সময় নির্বাচন আয়োজনে লাগার কথা নয় উল্লেখ করে বিএনপি নেতারা গণতান্ত্রিক যাত্রাপথে কোনো কৌশল প্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন।

গতকাল বুধবার রাজধানীর গুলশানে কড়াইল বস্তিতে দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ সরকারের (অন্তর্বর্তী) প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আর সেজন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে বের করেছি, এ ক্ষেত্রে সংস্কারে চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয়।’

বিজ্ঞাপন

গণতান্ত্রিক যাত্রাপথে কোনো কৌশল প্রয়োগ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোটের জন্য সবাই অপেক্ষা করছে। তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে।’

একই দিনে রাজধানীতে অপর এক অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্নজনের নানা রকম বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বললেন, ডিসেম্বরের শেষের দিকে (২৫ সাল) এবং ২৬ সালের প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই উনার (প্রধান উপদেষ্টা) প্রেস সচিব বললেন, এটা আবার ২৬ সালের জুন মাস পর্যন্ত যেতে পারে। উনাকে (প্রেস সচিব) ক্ষমতা কে দিল?’