আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে দলটি।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
চট্টগ্রামের ১৪টি আসনের প্রার্থীরা হলেন:
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মো. এমদাদ হোসেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) শফিউল আজম চৌধুরী।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে এম এ সালাম।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দিদারুল কবির।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শফিউল আলম চৌধুরী।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মুসা আমেদ রানা।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে সিরাজুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে সানজিদ রশীদ চৌধুরী।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মো. নুরুচ্ছফা সরকার।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আব্দুর রব চৌধুরী।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশে) আসনে আবু জাফর মো. ওলিউল্ল্যাহ।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসে আবু জাফর মো. ওলিউল্ল্যাহ।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মাহমুদুল ইসলাম চৌধুরী।
তবে চট্টগ্রাম-১০, ১১ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।