টাঙ্গাইলে ৮ আসনেই জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
দলীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মোহাম্মদ আলীকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি মধুপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে হুমায়ুন কবীর তালুকদারকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি ভূঞাপুর জাতীয় পার্টির আহ্বায়ক। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আব্দুল হালিমকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি ঘাটাইল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লিয়াকত আলীকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
এছাড়া, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোজাম্মেল হককে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) থেকে আবুল কাসেম দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জহিরুল ইসলাম জহিরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুরে) রেজাউল করিমকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।