সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।
শনিবার (৯ ডিসেম্বর) রাতে এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। সত্যের পথে অবিচল ছিলেন অত্যন্ত সাহসের সঙ্গে। দেশ ও মানুষের স্বার্থে আপোষহীন ছিলেন। তার মৃত্যুতে জাতি এক বরেণ্য সন্তানকে হারালো।
ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।