তুচ্ছ ঘটনায় বিএন‌পির মানববন্ধনে হাতাহা‌তি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-10 11:35:16

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম-খুন ও কারাবন্দী নেতাদের স্বজনদের নিয়ে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচির ডাক দি‌য়ে‌ছে বিএন‌পিসহ সমমনা দলগু‌লো। দল‌টির ডাকা মানববন্ধ‌নে তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে হাতাহা‌তির ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে দলীয় নেতাকর্মী‌রা।

রোববার (১০ ডি‌সেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে মানবন্ধনে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে। নেতাকর্মী সূত্রে জানা গে‌ছে, নেতাকর্মী‌দের ম‌ধ্যে ধাক্কা লাগা‌কে কেন্দ্র ক‌রে হাতাহা‌তির সূত্রপাত  ঘ‌টে।

এর আ‌গে, এ‌দিন সকাল ১০টার পর থে‌কে দ‌লীয় ব‌্যানা‌রে দ‌লে দ‌লে মি‌ছিল এ‌সে যুক্ত হয় জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে। এরপর প্রধান সড়কে অবস্থান নি‌য়ে মানববন্ধন শুরু করে বিএন‌পিসহ দল‌টির অঙ্গসংগঠ‌নের নেতাকর্মীরা।

এ‌দি‌কে, ২৮ অক্টোবর বিএন‌পির ডাকা মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় সরকারের চাপের মুখে পড়ে যায় বিএনপি। সরকার পতনের দাবিতে মাসব্যাপী দেয়া হরতাল-অবরোধের ডাক‌ দেয় দল‌টির নেতাকর্মীরা।

রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি। এছাড়া জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল ও সমমনা জোটগুলো একই কর্মসূচি পালন করবে ব‌লে জানানো হয়।
এর আ‌গে শনিবার (৯ ডি‌সেম্বর) মানববন্ধন কর্মসূচিতে নিরাপত্তার বিষয়ে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে(ডিএমপি) চিঠি দিয়ে দল‌টি অবহিত করেছে ব‌লেও জানা গে‌ছে।



এ সম্পর্কিত আরও খবর