মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-10 15:30:16

চারদিনের বিরতি দিয়ে মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি ১৩ বার কর্মসূচি ঘোষণা করল। এর মধ্যে দুইবার ডাকা হয়েছে হরতাল আর ১১ বার ডাকা হয়েছে অবরোধ।

২৮ অক্টোবর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে গেলে পরদিন ডাকা হয় হরতাল। এরপর বিএনপির অধিকাংশ জ্যেষ্ঠ নেতা গ্রেফতার হন, বাকিরা চলে যান আত্মগোপনে। তারপর এক দিনের বিরতি দিয়ে টানা ৭২ ঘণ্টা অবরোধ ডাকা হয়। এরপর থেকেই ভার্চুয়াল ব্রিফিং করে দফায় দফায় হরতাল, অবরোধের কর্মসূচি দিয়ে আসছেন রিজভী। এ পর্যন্ত ২০ দিন অবরোধ এবং চারদিন হরতাল করেছে বিএনপি।

এই কর্মসূচিতে নভেম্বরের শুরু থেকে প্রতি মঙ্গলবার বিরতি রাখছে বিএনপি। এছাড়া সরকারি ছুটির দিনও কর্মসূচি থাকে না।

এ সম্পর্কিত আরও খবর