জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে।
আপনি যে ভোটে অংশ নিচ্ছে না সে বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কিনা এমন প্রশ্নে এরশাদপত্নী বলেন, এখন তো আর সময় নেই, আর কি বলবেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন নাই। তিনি আমার ছেলে সাদ এরশাদের আসনে নির্বাচন করছেন।
দলের একটি অংশ আপনাকে ছাড়াই নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, এতে কি আপনার সমর্থন আছে এমন প্রশ্নে তিনি বলেন, আমি তো ইচ্ছে করে নির্বাচনে যাচ্ছি না। তাদের প্রতি আমার কেন সমর্থন থাকবে।
৭ জানুয়ারি ভোটের প্রতি সমর্থন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চাই ৭ জানুয়ারি ভোট হোক।
এর আগে, দুপুর ১২টার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা এমপি, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ।