আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল।
নজরুল ইসলাম বাবুলের এই ত্যাগে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে তার নগরীর গোটাটিকরস্থ ব্যবসায়ীক কার্যালয়ে গিয়ে হাজির পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় কুশল বিনিময় করেন বাবুলের সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরে উপস্থিত সাংবাদিকদের জাপা নেতা নজরুল ইসলাম বাবুল বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর পরিবার একটি অভিজাত পরিবার। তার ভাই সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত সিলেটের উন্নয়নের অনেক কিছু করেছেন। তিনিও অসামান্য অবদান রেখে চলেছেন সিলেটের জন্য। এ অবস্থায় সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা আমার পক্ষে উচিত মনে করিনি। তাই দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এতে যদি দল আমাকে বহিষ্কার করে তবু আমার কিছু যায় আসে না। কারণ, আমি পদের লোভে রাজনীতি করি না।’
এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. এ কে আব্দুল মোমন নির্বাচিত হলে পুনরায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘জাতি ও সিলেটবাসীর কল্যাণে আমরা তাকে সব সময় পাশে পেয়েছি। আগামীতেও পাবো। বর্তমান সরকার তিন মেয়াদে দৃশ্যমান যে উন্নয়ন করেছে তা আমরা ভুলবো না। বাস্তব কথা হচ্ছে এমন উন্নয়ন আমরা আর কোনো সরকারের কাছ থেকে পাইনি।’
জানা যায়, গত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৩ আসনের দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাকে সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করে। এতে তিনি দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। দলের এই সিদ্ধান্ত না মেনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করায় বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে নজরুল ইসলাম বাবুলের এ ত্যাগের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘এই মানুষটির (বাবুল) আমার কোনো ব্যক্তিগত সখ্যতা নেই। নির্বাচন বিষয়ে তার সাথে কোনো আলাপও হয়নি। কিন্তু আমার জন্য তিনি দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাই আমার মনে হলো- তার সঙ্গে একবার দেখা করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো দরকার।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটে একটি রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। এখানে ভিন্ন মত-দলকে আমরা কখনো অসম্মান করিনা। এটাকে ধরে রাখতে চাই। আমাদের চিন্তাধারা ভিন্নতা থাকতে পারে তবে আমরা একই শহরের মানুষ।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তিনি (বাবুল) সদ্য অনুষ্ঠিত সিসিক নির্বাচনে মেয়র পদে দাঁড়িয়ে নৌকার প্রার্থীর বিপক্ষে প্রায় ৬০ হাজার ভোট পেয়েছেন। সেটি কম কথা নয়। তিনি চাইলেই সিলেট-১ আসনে আমার বিরুদ্ধে লড়তে পারতেন। কিন্তু আমার জন্য সরে দাঁড়িয়েছেন। তার এই আত্মত্যাগ সিলেটের সম্প্রীতির রাজনীতির একটি অনন্য উদাহরণ।’