বিজয় দিবসের র্যালিতে অংশ নিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের এক দাবিতে আন্দোলনে থাকা বিএনপি দীর্ঘ ১ মাস ২০ দিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে মালিবাগে গিয়ে শেষ হবে।
বিজয় র্যালিতে অংশ নিতে ইতিমধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় নয়াপল্টন সরগরম হয়ে উঠে।
এসময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন। দলীয় কার্যালয়ের বাইরে বেশ কয়েকটি পিকআপ ট্রাক দাঁড় করানো দেখা যায়।
তবে বিএনপির সিনিয়র নেতাদের সমাবেশস্থলে দেখা যায়নি।