বগুড়ার গাবতলীতে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ রাবার ও বুলেট ছুঁড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় পুলিশ চারজনকে আটক করেছে। এছাড়াও আবর্জনার স্তুপ থেকে পুলিশ দুইটি ককটেল উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে গাবতলী পৌর শহরের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম জানান, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ রাবার বুলেট ছুঁড়ে নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হরতালে পিকেটিং করার সময়, জালাল আকন্দ, জাহাঙ্গীর আলম, ফজলে রাহি ও নুরে আলম সিদ্দিকী নামের চারজনকে আটক করা হয়েছে। এছাড়াও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হলে সেখানে রাবার বুলেট ছোঁড়া হলেও কেউ আহত হয়নি।